আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বে আমরা গর্বিত : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বে আমরা গর্বিত : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলদর্পণডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তাদের বীরত্বের জন্য আমরা গর্বিত। তাদের তৎপরতার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারছে না। তিনি বলেন, দুষ্কৃতিকারী ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তদের ব্যাপারে আগেভাগেই তথ্য নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সময় তাদের আটকও করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে, সম্মিলিত সামরিক হাসপাতালে র‌্যাবের গুলিবিদ্ধ এক সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক উপস্থিত ছিলেন। তারা হাসপাতালে আহত র‌্যাব সদস্যদের খোঁজখবর নেন এবং আহতের পরিবারের সাথে কথা বলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী মনিরুলের প্রয়োজনীয় চিকিৎসার জন্য দিকনির্দেশনা ও উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মনিরুলের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।