স্কুলছাত্রীর ওপর অমানসিক নির্যাতন! স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

স্কুলছাত্রীর ওপর অমানসিক নির্যাতন! স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

টাঙ্গাইলদর্পনডটকম : সীমা নামের (১২) স্কুলছাত্রীর ওপর অমানসিক নির্য়াতন করেছে প্রতিবেশী দুই যুবক। শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। সীমার বাবা নায়েব আলী পেশায় রাজমিস্ত্রী। সে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।  সীমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সীমার মা সেলিনা খাতুন জানান, ঘটনার সময় দুপুরে সীমা প্রতিবেশী আক্কাস শেখের বাড়ির পাশে খড়ি (জ্বালানি) সংগ্রহ করতে যায়। এসময় আক্কাস শেখের দুই ছেলে  রাসেল (২০) ও রানা (১৭) কথাকাটাটির একপর্যায়ে সীমাকে তারা মারতে থাকে। লাঠি দিয়ে পিটিয়ে সারা শরীর থেতলে দেয়। একপর্যায়ে সীমা জ্ঞান হারিয়ে ফেলে। তারপরও  শারীরিক নির্যাতন অব্যাহত থাকে।

পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লাঠির আঘাতে স্কুলছাত্রীর সারা শরীরে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে। মাথায় কয়েকটি আঘাত গুরুতর বলে জানা গেছে। হাসপাতালের বিছানায় শুয়ে সীমা এখন যন্ত্রণায় কাতরাচ্ছে।

সীমার বাবা নায়েব আলী জানান, তার মেয়েকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

সীমার স্কুল ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিষয়টি সীমার বাবার কাছ থেকে শুনেছেন। এ বিষয়ে তারা পদক্ষেপ নেবেন বলে জানান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রসুল বলেন, সীমার ওপর শারীরিক নির্যাতন চালানো  হয়েছে। সে আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে অনেক সময় লাগবে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।

তথ্যসূত্র : রাইজিংবিডি