টাঙ্গাইলে সহশ্রাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

টাঙ্গাইলে সহশ্রাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

Collected Picture
স্টাফ রিপোর্টার :  বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিংবা পরিবেশ কোন সময় কেমন হয় বা কেমন হয়ে তা রং বদলায়, তা বলা মুশকিল। এমনই এক পরিবর্তন হয়ে গেল টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে। কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর সাইফুজ্জামান সোহেলসহ সহশ্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ফুলের তৈরী নৌকা প্রতীক নেতাদের হাতে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

সাংবাদিক সম্মেলনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আলী আজগর খান দাউদ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আওয়ামী লীগ নেতা এস আকবর খানসহ সহশ্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

এসময় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

এর আগে যোগদান করতে আসা নেতৃবৃন্দ শহস্রাধিক কর্মী নিয়ে মোটর শোভাযাত্রা ও মিছিল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে আসেন।

উল্লেখ্য, এক সময় জামিলুর রহমান মিরণ আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালীগ নামে নতুন দল গঠন করলে সে সময় মিরণ কৃষক শ্রমিক জনতালীগে যোগদান করেন। জনতালীগ থেকে নির্বাচন করে পর পর দুইবার টাঙ্গাইল পৌরসভার মেয়র নির্বাচিত হন জামিলুর রহমান মিরণ। জামিলুর রহমান মিরণ কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।