চতুর্থ দিনের খেলাও বিলম্বিত

চতুর্থ দিনের খেলাও বিলম্বিত

স্পোর্টস ডেক্স : ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় সাড়ে নয়টার মিনিট দশেক আগেই বন্ধ হয় বৃষ্টি। পৌনে ১০টার দিকে গ্রাউন্ডসম্যানরাও নেমে পড়েন মাঠ পরিচর্যার কাজে। কভার তোলা হয়। ঠিক দশটার সময় আকাশে সূর্যের দেখাও মেলে। সবার অপেক্ষা ছিল খেলা শুরু হওয়ার।

কিন্তু এরপর আবার বৃষ্টি নামে। তাই বৃষ্টির কারণে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

শনিবার ম্যাচের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছিল। বেলা তিনটার দিকে দিনের খেলা পরিত্যক্ত করা হয়। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম সেশনের পরই বৃষ্টির কারণে বেলা ১২টায় পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা।

এর আগে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৪৬ রান তুলেছে টস জিতে শুরুতে ব্যাট করা বাংলাদেশ। দলের পক্ষে মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৩৫, মুমিনুল ৪০, সাকিব ৩৫ ইমরুল ৩০ রান করেন। ১৩ রানে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। টেস্ট ইতিহাসের ১৩তম ও দ্বিতীয় প্রোটিয়া বোলার হিসেবে ৪০০’শ উইকেট নিয়েছেন ডেল স্টেইন। ম্যাচের পঞ্চম ওভারে তামিম ইকবাল স্টেইনের ৪০০তম শিকার হন।