শাহজালালে দেড় কোটি টাকা মূল্যের স্মার্ট ঘড়ি জব্দ

শাহজালালে দেড় কোটি টাকা মূল্যের স্মার্ট ঘড়ি জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১ হাজার ৫০০টি স্মার্ট ঘড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বুধবার (০১ জুলাই) দুপুরের দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দল এসব ঘড়ি উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেলিপোর্ট বিডি নামে একটি প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে ঘড়িগুলো আমদানি করে। প্রায় ৮৮ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে মিথিলা ইন্টারন্যাশনাল নামের সিঅ্যান্ডএফ এজেন্ট এটি বিমানবন্দর থেকে বের করে আনার চেষ্টা করে।

এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। শুল্ক ফাঁকি দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, উম্মে নাহিদা জানান।