সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

শ্যালিকাকে নিয়ে উধাও দুলাভাই, মামলা করতে যাওয়ার পথে দূর্ঘটনায় শাশুড়ির মৃত্যু

প্রকাশিত: ২০২৫-০৯-২২ ২৩:৫৮:৩৬

News Image

বরিশাল প্রতিনিধি:
বরিশালের হিজলায় শ্যালিকাকে নিয়ে পালিয়েছেন দুলাভাই। ওই ঘটনায় মামলা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় শাশুড়ির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাস থেকে মাথা বের করে বমি করার সময় বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কায় মারা যান রিনা বেগম। নিহত নারী রিনা বেগম (৪০) হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। 

 

নিহতের বড় মেয়ে তানিয়া আক্তার জানান, তার মাকে নিয়ে সোমবার দুপুরে বরিশালের উদ্দেশ্যে হিজলা থেকে বাসে ওঠেন। বাসটি মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় পৌছলে তার মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা বের করেন। ওই সময় বাসটি আরেকটি গাড়ীকে জায়গা দিতে গিয়ে সড়কের এক পাশে সড়ে যায়। তখন সড়কের পাশে থাকা বিদ্যুতের খুটির সঙ্গে রিনা বেগমের মাথা ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

নিহতের স্বামী রিপন হাওলাদার জানান, প্রায় ৩ বছর আগে চরহিজলা গ্রামের মোতালেব চৌকাদারের ছেলে কাসেম চৌকিদারের সঙ্গে তার বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। গত ১৭ সেপ্টেম্বর কাসেম চৌকিদার তার ছোট মেয়ে সুমী আক্তার (১৮) কে নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় কাসেম চৌকিদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে রিনা বেগম ও তানিয়া আক্তার বরিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় রিনা বেগম প্রাণ হারিয়েছেন।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সড়কের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কায় বাসের একযাত্রী নিহত হয়েছেন। এঘটনায় মুজাহিদ পরিবহন নামের বাস আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭