সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৫-২০ ০০:৪১:১২
আব্দুল কুদ্দুস মাস্টার, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের জিঞ্জিরাম নদীর তীব্র স্রোতে ৩ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মিত কাঠের ব্রিজটি ভেঙে গেছে। এতে করে ওই ব্রিজ দিয়ে যাতায়াতকারী ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রোববার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় অবস্থিত সেতুটি ভেঙে গেলে ভোগান্তিতে পড়েন পথচারিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপর কাঠ-বাঁশ দিয়ে ব্রিজটি তৈরি করা হয়। নদীর অব্যাহত স্রোতে অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে প্রতিনিয়িত ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন ওই এলাকার বাসিন্দারা। বর্তমানে ব্রিজটি ভেঙে পড়ায় বিড়ম্বনা পড়েছেন তারা।
রৌমারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন জানান, ব্রিজটি আমি পরিদর্শন করেছি। উজান থেকে আসা তীব্র স্রোত ও কচুরি পানার চাপ থাকায় ব্রিজটি ভেঙে গেছে। ঊর্ব্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, নদীর পানি বাড়ায় স্রোতের চাপে ব্রিজটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।