জাপানি জাহাজে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৫

জাপানি জাহাজে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৫

জাপানি জাহাজে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৫

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আরও ৬৬ জন নতুন আক্রান্ত হওয়ায় সেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আরও ৬৬ জন নতুন আক্রান্ত হওয়ায় সেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬।

জাপান স্বাস্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক পোস্ট জানায়, আক্রান্তদের মধ্যে কমপক্ষে ১০ জন ক্রু সদস্য সংক্রমিত হয়েছেন। রোববার ৫ জন এবং সোমবার আরও ৫ জন আক্রান্ত হন। কর্মচারীদের মতে, আক্রান্ত ক্রু সদস্যরা তাদের সহকর্মীদের সাথে মেস হলে খাচ্ছিলেন।

করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৬৬ জনের বিষয়ে জাহাজটির ক্যাপ্টেন বলেন, আক্রান্তের সংখ্যা বেড়েছে মানে এই না যে আমাদের কোয়ারেন্টাইন কাজ করছে না। আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়বে এটা অপ্রত্যাশিত ছিল না, কারণ কোয়ারেন্টাইনে রাখার আগে যাত্রীরা একে অপরের সংস্পর্শে ছিলেন।

চীনের মূল ভূখণ্ডের বাইরে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এ জাহাজে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জাপান ছাড়াও চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইন ও আর্জেন্টিনার নাগরিক রয়েছেন।

এক সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে রয়েছে জাপানি যাত্রিবাহী জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’। এখনো যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/107173/জাপানি-জাহাজে-করোনায়-আক্রান্তের-সংখ্যা-বেড়ে-১৩৫