করোনাভাইরাস: কোন দেশে কতজন আক্রান্ত

করোনাভাইরাস: কোন দেশে কতজন আক্রান্ত

করোনাভাইরাস: কোন দেশে কতজন আক্রান্ত

করোনাভাইরাসে চীনে ইতোমধ্যে ৮১১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে চীনে ইতোমধ্যে ৮১১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।

চীনের বাইরে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংসহ কয়েকটি দেশ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বেশি। চীনের পর প্রাণঘাতী এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ জাপান।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসে জাপানে ৯৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী ক্রুজ জাহাজে কোয়ারাইন্টানে রয়েছেন।

সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। থাইল্যান্ডে এ সংখ্যা ৩২। হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এছাড়া দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। সর্বশেষ ৫১ বছর বয়সী একজন পুরুষ এবং ৭৩ বছর বয়সী একজন নারী আক্রান্ত হয়েছেন। যারা সম্প্রতি চীনের গুয়াংডং প্রদেশ ভ্রমণ করেছিলেন।

মালয়েশিয়ায় ১৬ জন। দেশটিতে আক্রান্ত বেশীরভাগ চীনা নাগরিক। তবে কমপক্ষে ২ জন মালয়েশিয়ান নাগরিক এতে আক্রান্ত।

এছাড়া তাইওয়ানে ১৭ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানিতে ১৪ জন, ভিয়েতনামে ১৩ জন, ফ্রান্সে ১১ জন, কানাডায় ৭ জন।

এসব দেশের বাইরে বেলজিয়াম, কম্বোডিয়া, ফিনল্যান্ড, ভারত, ইটালি, ম্যাকাও, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/107039/করোনাভাইরাস-কোন-দেশে-কতজন-আক্রান্ত