চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে তদন্তের জন্য বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে তদন্তের জন্য বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানান।

টেড্রস বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ব্রুস এলওয়ার্ডের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল চীনের উদ্দেশে রওনা দিয়েছেন।

টেড্রোস জানুয়ারির শেষ দিকে রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনা মন্ত্রীদের সাথে আলোচনার জন্য বেইজিং সফর করেছিলেন। যেখানে এই বিষয়ে একটি আন্তর্জাতিক মিশন টিম পাঠানোর চুক্তি নিয়ে ফিরেছিলেন।

ডব্লিউএইচও-র সিলভি ব্রায়ান্ড গত সপ্তাহে রয়টার্সকে চীনের সাথে বিশেষজ্ঞদের একটি তালিকা নিয়ে আলোচনার কথা জানান। ব্রায়ান্ড বলেন, যেহেতু এটি একটি যৌথ মিশন, তাদেরও বোর্ডে থাকা প্রয়োজন। আমাদের প্রায় ১৫ জনের একটি টিম রয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৩ জনে। এছাড়া চীনের বাইরে আরও অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে আড়াই শর বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জনিয়েছে, করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০২-০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ছাড়িয়ে গেছে।

আশার কথা- গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ‘দোহার্টি ইন্সটিটিউট’ মানবদেহ থেকে ভাইরাসটিকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছিল। এ দুই অগ্রগতি ভাইরাসটির টিকা উদ্ভাবনের পথ সুগম করেছে, সন্দেহ নেই। তবে বলার অপেক্ষা রাখে না, টিকা বা ভ্যাকসিন তৈরির আগ পর্যন্ত নিরাপদ থাকার একমাত্র উপায় হচ্ছে, আক্রান্ত বা ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলা।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/107038/চীনে-বিশ্ব-স্বাস্থ্য-সংস্থার-বিশেষজ্ঞ-দল