জন্মদিনে মদের আসর, ৪ ছাত্রী বহিষ্কার

জন্মদিনে মদের আসর, ৪ ছাত্রী বহিষ্কার

জন্মদিনে মদের আসর, ৪ ছাত্রী বহিষ্কার

জার্নাল ডেস্ক

জন্মদিন উপলক্ষ্যে ৮ বন্ধু মিলে বাড়িতেই মদের অসর বসিয়েছিল মেয়ে। অথচ তার বাবা-মা ব্যপারটা জানতই না। এরমধ্যে চারটি মেয়ে কলেজের পোশাকেই মদ্যপান করছিল।

বাকি ৪ যুবকের দুজন ছিল বার্থ ডে গার্লের পাতানো ভাই। প্রায় ৬ সপ্তাহ পর তারা সেদিনের পার্টির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়। ২৪ ডিসেম্বর তা নজরে আসে কলেজ কর্তৃপক্ষের। তামিলনাড়ুর ঘটনা। তামিলনাড়ুর ধর্মপুরম অধিনাম আর্টস কলেজের পড়ুয়া ওই ৫ ছাত্রী।

কলেজের সুনাম বজায় রাখার জন্যই ওই ৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। তাদের মতে, এরা দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে বাকিরাও আবার একই কাজ করতে পারে। এরপরই কলেজে ডেকে পাঠানো হয় ৪ ছাত্রীর অভিভাবককে। সেখানেই ওই ছাত্রীর অভিভাবক জানান, তাদের বাড়িতে যে পার্টি হচ্ছে তা তারা জানতেন না।

এমনকী ছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবতেও অনুরোধ করেন। কিন্তু কর্তৃপক্ষ কলেজের সুনাম রক্ষার্থে কোনও কিছুতেই রাজি হননি। এমনকী যে বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই কলেজ তার রেজিস্ট্রার জানিয়েছেন, একটি কলেজের যাবতীয় অধিকার আছে কোনও পড়ুয়া দোষ করলে তাকে শাস্তি দেওয়া।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/101362/জন্মদিনে-মদের-আসর-৪-ছাত্রী-বহিষ্কার