র‌্যাবের অভিযানে ট্রেনের তেল উদ্ধার, আটক ৫

র‌্যাবের অভিযানে ট্রেনের তেল উদ্ধার, আটক ৫

র‌্যাবের অভিযানে ট্রেনের তেল উদ্ধার, আটক ৫

নাটোর র‍্যাব ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নলডাঙ্গা থানার বাসুদেবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের তিন হাজার ছয় শ পঞ্চাশ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধার করেছে।

বাংলাদেশ

নাটোর প্রতিনিধি

নাটোর র‍্যাব ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নলডাঙ্গা থানার বাসুদেবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের তিন হাজার ছয় শ পঞ্চাশ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধার করেছে।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে এই অভিযানে ট্রেনের জ্বালানী চুরির দায়ে পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

আটককৃতরা হলো বাসুদেবপুর বাজার এলাকার মৃত অনুপ কুমারের ছেলে নওমুসলিম আশরাফুল ইসলাম মহসিন (৩৮), লুৎফর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২), মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৫০), লুৎফর প্রামানিকের ছেলে মুক্তার প্রামানিক (৩০) ও নওগাঁ জেলার আত্রাই থানার উচল কাশিমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন এর ছেলে আব্দুল বারেক (৫০)।

আটকের সময় তাদের নিকট থেকে চোরাই জ্বালানী  ছাড়াও দুটি মোবাইল ও সিম এবং জ্বালানী বিক্রির সাত হাজার চার শ আশি টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার চোরাই জ্বালানী বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে আটককৃতরা জানিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/101356/র‌্যাবের-অভিযানে-ট্রেনের-তেল-উদ্ধার-আটক-৫