সিলেটে ২৭৯টি মোবাইলসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে ২৭৯টি মোবাইলসহ ৪ জন গ্রেপ্তার


সিলেটে ২৭৯টি মোবাইলসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিভিন্ন কোম্পানির ২৭৯টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সব মোবাইল ফোন ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছে।
বুধবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
আটকরা হলেন- সিলেট শহরের পশ্চিম শাহী ঈদগাহ অন্তরঙ্গ-৬৮ এর মোশারফ হোসেন খান (৩৮), কাজীটুলা মক্তবগলি ৪৪নং হাফিজ মঞ্জিলের ফারুক মিয়া (৩৬), জহিরুল ইসলাম সোহাগ (৩৯) এবং দক্ষিণ সুরমা উপজেলার কায়স্তরাইল এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৪)।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলীর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীসহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এ সময় চার জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৭৯টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮৫ হাজার টাকা। এ সময় দুটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল


from Risingbd Bangla News https://ift.tt/2D6f1dr