‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত

‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত

‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত

নোয়াখালী পৌরসভায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাথে সন্ত্রাসীদের ‘গোলাগুলির’ ঘটনায় ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাথে সন্ত্রাসীদের ‘গোলাগুলির’ ঘটনায় ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। এতে ডিবির ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রেল লাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। ভোরে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল পৌরসভার আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভান্ডারির ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির ওসি কামরুজ্জামান শিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেলকে গ্রেপ্তার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি চোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিহত সন্ত্রাসী রুবেল ভান্ডারির বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার।

বাংলাদেশ জার্নাল/এসবি 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/97005/গোলাগুলিতে-মাদক-কারবারি-নিহত