মধুপুরে বিনিময়ের যাত্রীবাহী বাস খাদে, আহত-৩০

মধুপুরে বিনিময়ের যাত্রীবাহী বাস খাদে, আহত-৩০

মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইলদর্পণ.কম :

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে প্রায় ১৫ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।


স্থানীয় ও মধুপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ছেড়ে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর উদ্দেশ্যে আসছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বেকারকোণা নামক স্থানে আসলে যাত্রীবাহী ঢাকা-মেট্রো ব-১১৯২১৯ বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে ডাইভারশন করা রাস্তার বিপরিত দিকে খালে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে আশঙ্কাজনক ১৫ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশী সংখ্যক যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করলেও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী রনি গেস্বামী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দুটি বাস পাল্লাপাল্লি করে বেপরোয়াভাবে চালিয়ে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।