‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন অব্যাহত- সখীপুরে পিকআপ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন অব্যাহত- সখীপুরে পিকআপ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি: সারাদেশে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে আন্দোলন অব্যাহত চলমান অবস্থায় সখীপুরে সাদিয়া আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী পিকআপের চাপায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কে উপজেলার বড়চওনা গ্রামের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত সাদিয়া আক্তারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিয়া আক্তার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সাদিয়া উপজেলার বড়চওনা ধলীপাড়া গ্রামের আজাহারুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাদিয়া গত বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে একই গ্রামের বেলতলী এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে যায়। গতকাল শুক্রবার সকালে ৯টার দিকে ফুফুর বাড়ি থেকে বের হয়ে সখীপুর-সাগরদিঘী সড়কে ওঠে সড়কের একপাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। বেলতলী বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ (ঢাকা মেট্টো ন-১১-৮৯৪২)  সাদিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সাদিয়াকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অবস্থার অবনতি হলে পরে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষ্ােভ করে। এ সময় এ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় সাংসদ, সখীপুর থানা পুলিশ ও ইপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে চালকের বিচারের আশ^াস দিলে প্রায় ২ ঘন্টা পর জনতা অবরোধ তুলে নেয়। 
উপজেলা বাস. কোচ ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আবদুল হালিম সরকার লাল  বলেন, এটি সড়ক দুর্ঘটনা নয়। ১২-১৩ বছরের একজন চালক সহকারী পিকআপ চালানোর নামে তার বন্ধুদের নিয়ে ইভটিজিং করতে গিয়ে মেয়েটিকে হত্যা করেছে।

সখীপুর থানার ওসি এস এম তুহীন আলী এ বলেন, পিকআপটিকে থানা রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক চালককে গ্রেফতার করা হয়েছে।