নওগাঁয় এক জেএমবি’র সদস্যসহ ৭১জন গ্রেফতার

নওগাঁয় এক জেএমবি’র সদস্যসহ ৭১জন গ্রেফতার

গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুলিশের তালিকাভুক্ত জেএমবি’র সদস্য হাতেম আলীসহ (৪৫) বিভিন্ন মামলার ৭১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হাতেম আলীকে গ্রেফতারের সময় ৩টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি’র সদস্য হাতেম আলী মান্দা উপজেলার তাল পাতিলা গ্রামের মৃত তঞ্জেব আলীর ছেলে।পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান, সারা দেশে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার ১১টি উপজেলায় এই সাঁড়াসী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য হাতেম আলীকে ৩টি ককটেলসহ, নিয়ামতপুর উপজেলার চৌরা সমাসপুর গ্রামের শিবির ক্যাডার মো: ছালেকুর(২৩), ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর আমীর ফিরোজ হোসেনকে(৪০), গ্রেফতার করা হয়। এ ছাড়াও জেলায় উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি, জঙ্গি সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত/পলাতক/চার্জশীটভুক্ত/সন্ধিদ্ধ আসামী বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সর্বমোট ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় সাঁড়াসী অভিযান অব্যাহত থাকবে।