ইয়েমেনের পাল্টা হামলায় সৌদি ট্যাংক ধ্বংস

ইয়েমেনের পাল্টা হামলায় সৌদি ট্যাংক ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের সেনাবাহিনীর পাল্টা রকেট হামলায় সৌদি আরবের একটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনি সেনাবাহিনীর রকেট হামলায় এক সৌদি সেনা নিহত হয়েছে। খবর প্রেস টিভির।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলেও কয়েকটি সামরিক ঘাঁটি এবং স্থাপনাতে হামলা চালিয়েছে ইয়েমেন।

ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত রয়েছে। রাজধানী সানার বিভিন্ন এলাকায় বিমান হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইব, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা এবং হাজ্জাহ প্রদেশেও বোমা বর্ষণ করেছে। এতে কয়েকটি আবাসিক এলাকা এবং মসজিদ ধ্বংস হয়েছে।

গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। হামলায় এখন পর্যন্ত অন্তত সাত হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরো কমপক্ষে ১৪ হাজার।