জেএসসি-জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৮ হাজার

জেএসসি-জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৮ হাজার

শিক্ষাঙ্গণ ডেক্স : জেএসসি ও জেডেসি পরীক্ষার দ্বিতীয় দিনে ৩৮ হাজার ১ শত ৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের জন্য ১৩ জন পরীক্ষার্থী ও এক জন কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার জেএসসিতে বাংলা প্রথম পত্র ও জেডিসিতে আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বোর্ডে ১২ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

রাজশাহী বোর্ডে ৩ হাজার ৯২২ জন, কুমিল্লা  বোর্ডে ৩ হাজার ৮০৮ জন, যশোর বোর্ডে ৪ হাজার ৩৯০ জন অনুপস্থিত ও ২ জন বহিষ্কৃত হয়েছেন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪১৮ জন অনুপস্থিত, সিলেট বোর্ডে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ২ হাজার ৮৫১ জন অনুপস্থিত ও ৩ জন বহিষ্কৃত হয়েছেন।

দিনাজপুর  বোর্ডে ৩ হাজার ৩৫২ জন অনুপস্থিত ও ২ জন বহিষ্কৃত হয়েছেন। মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ২৪৯ জন অনুপস্থিত ও ৫ জন পরীক্ষার্থী এবং এক জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন।