ইরানে ‘আঘাত হেনেছে’ রুশ ক্ষেপণাস্ত্র

ইরানে ‘আঘাত হেনেছে’ রুশ ক্ষেপণাস্ত্র

Photo: EPA
আন্তর্জাতিক ডেস্ক : কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় উদ্দেশে রাশিয়ার ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিবিসি অনলাইনে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তবে এতে ইরানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা জানা যায়নি বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা ইরনা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের ঘোজঘাপান গ্রামে অজানা উড়ন্ত বস্তু বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র পড়েনি বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়া বুধবার জানিয়েছিল, ১৫শ’ কিলোমিটার দূর থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ১১টি লক্ষ্যবস্তুতে ২৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছিল রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম মিত্র রাশিয়া গত সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) দমনের কথা বলে বিমান হামলা শুরু করে। বুধবার কাস্পিয়ান সাগর থেকে দেশটিতে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে রাশিয়া।