বাংলাদেশে আইএস'র তৎপরতা গড়ে উঠেনি : প্রধানমন্ত্রী

বাংলাদেশে আইএস'র তৎপরতা গড়ে উঠেনি : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলদর্পণডটকম : ইসলামিক স্টেটের (আইএস) মতো সংগঠনের তৎপরতা বাংলাদেশে গড়ে উঠতে পারেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সফরপরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ, বাংলা ভাই এগুলো সৃষ্টি করা হয়েছিল। এখন আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের এখানে আইএস বা সে ধরনের সংগঠনের তৎপরতা গড়ে উঠতে পারেনি। এ ধরনের সন্ত্রাসবাদের স্থান বাংলাদেশে হোক এটা আমরা চাই না। আমরা তা হতে দেব না।’

‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে দেশ পরিচালনা করবে’- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি কি করে আওয়ামী লীগে প্রেমিক খুঁজে পেলেন? তাহলে ফালুর কী হবে?’

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগে প্রেমিক খুঁজে পান খুব ভাল কথা। উনি তো লন্ডনে বসে ডিম মারায় ব্যস্ত। আর কী কাজ করছেন আমি জানি না।’

সাংবাদিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কার সঙ্গে কী সম্পর্ক আপনারা আছেন- খুঁজে বের করেন। উনি কাকে পেলেন এত উপযুক্ত। এ ব্যাপারে আমার কোনো কমেন্টস করার নাই।’

বিদেশী হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত- এমন বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের আগাম কথাবার্তা থেকেই কিন্তু এ সূত্রটা পাওয়া যাচ্ছে। বিএনপির কোনো কোনো নেতা কিছু বক্তব্যে দিয়েছেন। তারপর এ ঘটনা ঘটেছে। সেটা দেখলে একটা সূত্র পাওয়া যায়।’

গণমাধ্যম মালিকদের নববর্ষ ভাতা প্রদানের আহ্বান

গণমাধ্যম মালিকদের নববর্ষের উৎসব ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এবার পয়লা বৈশাখে উৎসব বোনাসটা আমরা দিয়েছি। আপনারা সংবাদপত্রের মালিকরা ঠিকমতো দেবেন তো বোনাসটা? টেলিভিশন আর সংবাদপত্রের মালিকরা যদি বোনাসটা দিয়ে দেন তাহলে আমি খুশি হব।’

এ সময় মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।