বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হলো

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হলো

স্পোর্টস ডেস্ক: আগামী ৩ সেপ্টেম্বর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ (২০১০) এবং ব্রাজিল বিশ্বকাপে (২০১৪) খেলা অজিদের পুর্ণশক্তির দলের বিরুদ্ধে খেলতে নামার জন্য বাংলাদেশ ২৩ সদস্যের দলে ৩ জন গোলরক্ষক, ৬ জন মিড ফিল্ডার, ৮ জন ডিফেন্ডার এবং ৬ জন ফরোয়ার্ড স্থান পেয়েছেন।

চমক হিসেবে ১২ জন শেখ জামালের ফুটবলার ছাড়াও রয়েছে শেখ রাসেলের ৫ জন, মোহামেডানের ২ জন, আবাহানির ৩ জন এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের একমাত্র ফুটবলার।

ঘোষিত বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড: মোহাম্মাদ মামুনুল ইসলাম মামুন, মোহাম্মাদ শহিদুল আলম, মোহাম্মাদ রায়হান হাসান, মোহাম্মাদ নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মাদ ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোহাম্মাদ লিঙ্কন, হেমন্ত ভেসেন্ত বিশ্বাস, জামাল ভুইয়ান, সোহেল রানা, মোহাম্মাদ মোনায়েম খান রাজু, মোহাম্মাদ তোকলিস আহমেদ, মোহাম্মাদ রাসেল মাহমুদ, তপু বার্মন, মোহাম্মাদ জাহিদ হাসান, মোহাম্মাদ জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মিশু, মহাম্মাস জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মাদ নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মাদ ইমন মাহমুদ, আবদুল বাতেন মজুমদার কমল এবং মোহাম্মাদ এনামুল হক।