মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত

মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা মুহসিন আল-ফাদলি নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। গত ৮ জুলাই নিহত হন সিরিয়ায় খোরাসান গ্রুপ নামে পরিচিত আল-কায়েদার অপারেশন শাখার নেতা। খবর বিবিসি ও আলজাজিরার।

পেন্টাগনের (মার্কিন পররাষ্ট্র দফতর) বিবৃতিতে বলা হয়েছে, সর্মাদায় গাড়িতে চড়ে যাওয়ার সময় কুয়েতী নাগরিক ফাদলিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

বিবৃতিতে নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ৯/১১-র হামলার ঘটনা আল-কায়েদার যে সব নেতা আগে থেকেই জানতেন ফাদলি তাদের একজন।

গত সেপ্টেম্বরেও ফাদলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। কয়েকটি প্রতিবেদনে তখনই ফাদলির নিহতের কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘটনাটি নিশ্চিত করা হয়নি।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ফাদলি যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া অন্যান্য দেশের আল-কায়েদার নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখতেন তিনি।

এর আগে ফাদলিকে হত্যা বা ধরিয়ে দেওয়ার বিনিময়ে ৭০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।