ভারি বর্ষণে কুড়িগ্রাম প্লাবিত, পানিবন্দি প্রায় ৫০ হাজার মানুষ

ভারি বর্ষণে কুড়িগ্রাম প্লাবিত, পানিবন্দি প্রায় ৫০ হাজার মানুষ

জাতীয় সংবাদ, টাঙ্গাইল দর্পণ ডট কম : বিগত কয়েকদিনের ভারি বর্ষনের ফলে কুড়িগ্রামের অনেক এলাকায় দেখা দিয়েছে বন্যা, নদীভাঙ্গণ সহ অনেক নানাবিধ প্রকারের সমস্যা। এর ফলে কুড়িগ্রামের কিছু কিছু নদীর পানি বিশেষকরে  ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমরসহ সবকয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ফলে এর আশেপাশের অনেক প্রত্যন্ত গ্রাম যেমন : কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রাজিবপুর, রৌমারী ও নাগেশ্বরী উপজেলার নদ-নদী তীরবর্তী দেড় শতাধিক গ্রাম (চরাঞ্চল) প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি প্রায় ২৩টি ইউনিয়নের অন্তত পঞ্চাশ হাজরের মতো মানুষ।

এসব গ্রামের কাঁচা রাস্তাগুলো বন্যার পানিতে তলিয়ে যায়, ফলে বর্তমানে এসব চরাঞ্চলের মানুষের যোগাযোগের বর্তমানে চলাচলের জন্য একমাত্র মাধ্যম নৌকা ও কলাগাছের ভেলা।

অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে অবস্থানকৃত বসতভিটায় পানি ঢুকতে শুরু করায় অনেক পরিবার উঁচু স্থান বা বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে। এছাড়াও গৃহপালিত পশুপাখি নিয়ে তারা পড়েছে চরম দুর্ভোগের মধ্যে।

এ বিষয়ে- কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, প্লাবিত এলাকার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে দুর্গতদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, রোববার দুপুর পর্যন্ত তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তবে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার অনেকটাই নীচে অবস্থান করছে।