মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সামরিক ট্রাক, বহু হতাহত
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সামরিক ট্রাক, বহু হতাহত
মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করা মানুষদের ওপর একটি সামরিক ট্রাক তুলে দিয়েছে সৈন্যরা। এ ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছে বহু মানুষ।
মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করা মানুষদের ওপর একটি সামরিক ট্রাক তুলে দিয়েছে সৈন্যরা। এ ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছে বহু মানুষ।
রোববার মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে ইয়াঙ্গনে অন্তত তিনটি বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী বেশ কজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির খবরে বলা হয়, সামরিক শাসনের বিরুদ্ধে ঐ বিক্ষোভ সমাবেশ শুরুর কয়েক মিনিটের মধ্যেই একটি গাড়ি দ্রুতগতিতে জমায়েতের ভেতর ঢুকে পড়ে। এরপর ছুটে পালানো বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় সৈন্যরা। অনেককে মারধরও করা হয়।
সাম্প্রতিক এই ঘটনা নিয়ে এখনও কোন মন্তব্য করেনি জান্তা সরকার।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত ১,২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/183926/মিয়ানমারে-বিক্ষোভকারীদের-ওপর-সামরিক-ট্রাক-বহু-হতাহত