নুর-এ-আলমের কবিতা ‌‘হরিজন’

নুর-এ-আলমের কবিতা ‌‘হরিজন’

নুর-এ-আলমের কবিতা ‌‘হরিজন’

শিল্প-সাহিত্য ডেস্ক

পৃথিবী একটি পাহাড়ের মতো

নিচুদেশে বাস করছি হরিজন

আমরা যেন রাস্তার আর্বজনা

এতো এতো ময়লা পরিস্কার করি

তবু সমাজ হয় না আলোকিত।

আমরা কি মানুষের অংশ?

আমরা কি মানুষের বাচ্চা?

আমরা শুধুই কি ‘সম্প্রদায়’?

আমাদের গায়ে গন্ধ নিয়ে

কীভাবে সমাজ করব পরিস্কার?

পাঠ্যবইয়ে মানুষ সভ্য হচ্ছে

আর দিন দিন বাড়ছে অবহেলা।

হায় হরিজন, সেই দিন হবো সার্থক

যেদিন পরিস্কার করতে পারবো

মানুষের মনের ময়লা!

বাংলাদেশ জার্নাল/এসকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/literature-and-culture/185032/নুর-এ-আলমের-কবিতা-‌হরিজন