শেষ বেলায় জয় পেল বাংলাদেশ

শেষ বেলায় জয় পেল বাংলাদেশ

শেষ বেলায় জয় পেল বাংলাদেশ

‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামন্টের তৃতীয় দিনে আজ শেষ বেলায় পুরুষ দ্বৈতে জয় পেয়েছেন বাংলাদেশের তানবির আহমেদ-মো. রাহাদ কবির খালেদ জুটি। মহারাজা ইলুমালা- অর্জুন কৃষ্ণনান রাজারাম জুটিকে ২১-১৮,১০,২১ ও ২১-১৯ পয়েন্টে পরাজিত করেন তারা।

জার্নাল ডেস্ক

 

‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামন্টের তৃতীয় দিনে আজ শেষ বেলায় পুরুষ দ্বৈতে জয় পেয়েছেন বাংলাদেশের তানবির আহমেদ-মো. রাহাদ কবির খালেদ জুটি। মহারাজা ইলুমালা-অর্জুন কৃষ্ণনান রাজারাম জুটিকে ২১-১৮,১০,২১ ও ২১-১৯ পয়েন্টে পরাজিত করেন তারা।

পুরুষ দ্বৈতের আরেক ম্যাচে বাংলাদেশের মো. মোস্তাফিজার রহমান-আল আমিন জুমার জুটি ভারতের শ্যাম প্রসাদ- এস সঞ্জিত (জুনিয়র) জুটির কাছে ২১-১৬, ২১-১৫ পয়েন্টে পরাজিত হন।

একই ইভেন্টে দিনের আরেক ম্যাচে বাংলাদেশের মো.নাজমুল ইসলাম-নিশান উদ্দিন জুটি।  ভারতের আয়ুশ আগারওয়াল- তুষার গগেঞ্জা জুটির কাছে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হেরেছে।

এর আগে আজ শুক্রবার দিনের শুরুতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের মো.মোস্তাফিজার রহমান-ফাতিমা বেগম জুটি ১১-২১, ১২-২১ পয়েন্টে ভারতের খুয়ান বালশারি-মরিয়ান কাতিরাবান জুটির কাছে হেরেছেন। 

ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। সূত্র- বাসস

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/183723/শেষ-বেলায়-জয়-পেল-বাংলাদেশ