রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার চালাতেন হায়াতুল্লাহ। বিকালে নিজের বাইসাইকেল নিয়ে কুড়িলের বাসায় ফেরার পথে বসুন্ধরার ‘এম’ ব্লকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে আহত হন হায়াতু্ল্লাহ।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত হায়াতুল্লাহও (৩০) পেশায় প্রাইভেটকারচালক বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহের বাসিন্দা এই তরুণ পরিবার নিয়ে কুড়িল মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো  বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত হায়াতু্ল্লাহ চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।

নিহতের চাচাতো ভাই আলী হোসেন বলেন, ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার চালাতেন হায়াতুল্লাহ। বিকালে নিজের বাইসাইকেল নিয়ে কুড়িলের বাসায় ফেরার পথে বসুন্ধরার ‘এম’ ব্লকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে আহত হন হায়াতু্ল্লাহ।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার দিকে তাকে জরুরি বিভাগে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ভাটারা থানার এসআই মো. জহির বলেন, প্রাইভেটকারটি ঘটনার পর পালিয়ে যায়। গাড়িটি পুলিশ শনাক্তের চেষ্টা করছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183724/রাজধানীতে-প্রাইভেটকারের-ধাক্কায়-নিহত-১