তিন সন্তানের জননীর আত্নহত্যা

তিন সন্তানের জননীর আত্নহত্যা

তিন সন্তানের জননীর আত্নহত্যা

স্বামীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে থানা পুলিশে খবর দেয়।

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় শাহিনুর বেগম(৫০) নামের তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর ভান্ডারিয়ার পশ্চিম পশারী বুনিয়া গ্রামের সালেক হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন চায়ের দোকানি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঘরের চৌকাটের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঐ গৃহবধূ। এসময় তার স্বামী অন্য কক্ষে ঘুমে ছিল। পরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে। এরপর স্বামীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে থানা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে বুধবার বিকেলে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে৷

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184255/তিন-সন্তানের-জননীর-আত্নহত্যা