ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
১ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

১ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

১ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

জার্নাল ডেস্ক

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১ নভেম্বর, ২০২১, সোমবার। ১৬ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ। ২৪ রবিউল আউয়াল ১৪৪৩। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

১৬০৪- উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথমবারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়।

১৮৯৭- ইতালিয়ান ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।

১৯০৩- পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।

১৯৫২- যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি শক্তিশালী।

১৯৫৪- আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।

১৯৬৪- প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

১৯৮১- অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।

১৯৯২- বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

২০০৭- বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

আজকের দিনে যারা জন্ম নিয়েছিলেন

১৮৭৮- কার্লোস সাভেদ্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯৪৯- মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক।

১৯৫০- রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী।

১৯৬৮- আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।

১৯৭৩- ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৪- ভিভিএস লক্ষণ, ভারতীয় ক্রিকেটার।

আজকের দিনে যারা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন

১৮৭৩- দীনবন্ধু মিত্র, নাট্যকার।

১৯০৩- থিওডর মমসেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।

১৯৫০- বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

১৯৯৩- সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার (জন্ম ১৯০৫)।

দিবস

আলজেরিয়া- জাতীয় দিবস।

এন্টিগুয়া ও বারমুডা- স্বাধীনতা দিবস (ব্রিটেন থেকে, ১৯৮১)।

আয়ারল্যান্ড- সামহাইন প্রচিলিত শীতের প্রথম দিন।

বিশ্ব ভেগান দিবস।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/today-is-the-day/179872/১-নভেম্বর-ঘটে-যাওয়া-নানান-ঘটনা