বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে...
খেলাধুলা
জার্নাল ডেস্করবি শাস্ত্রীর দায়িত্ব ছাড়ার পর ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের নতুন কোচ হিসেবে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক সাবেক এ খেলোয়াড়।
বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়েছে।
বিসিসিআইর পক্ষ থেকে বলা হয়, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের কোচ হিসেবে দায়িত্ব পেলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ দিয়ে দলের দায়িত্ব নিবেন তিনি।’
দ্রাবিড় বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি ধন্য। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য মুখিয়ে আছি। শাস্ত্রীর অধীনে দল দারুণ খেলেছে, এই ধারাটাই এগিয়ে নিয়ে চেষ্টা করবো। ’
দ্রাবিড়ের নিয়োগের ব্যাপারে বিসিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে বিসিসিআই গর্বিত। রাহুলের বর্নাঢ্য ক্রিকেট ক্যারিয়ার রয়েছে। পাশাপাশি খেলাটা তার অন্যতম সেরা চরিত্র। আশা করি জাতীয় দলের কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন দ্রাবিড়।’
এর আগে গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হবার জন্য আবেদন করেন দ্রাবিড়। ২০১৬ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন তিনি। দ্রাবিড়ের অধীনে ২০১৬ সালে ভারত রানার্সআপ হলেও ২০১৮'তে চ্যাম্পিয়ন হয় ভারতীয় যুবারা। সূত্র-বাসস
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/180234/বিনা-প্রতিদ্বন্দ্বিতায়-ভারতের-নতুন-কোচ-রাহুল-দ্রাবিড়