কারাগারে বসে পরীক্ষা দেবে দুই এসএসসি শিক্ষার্থী

কারাগারে বসে পরীক্ষা দেবে দুই এসএসসি শিক্ষার্থী

কারাগারে বসে পরীক্ষা দেবে দুই এসএসসি শিক্ষার্থী

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা কারাগার থেকে কমলগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। শনিবার বিকেলে কারা সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, তাদের মধ্যে একজন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। অপরজন আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে হত্যা মামলার আসামি।

মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের দুই শিক্ষার্থী আগামী সোমবার (১৫ নভেম্বর) থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেবে।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ায় আমরা দুই শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছি। এমনকি কারাগারে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181451/কারাগারে-বসে-পরীক্ষা-দেবে-দুই-এসএসসি-শিক্ষার্থী