নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর মান্দায় উপজেলায় গাঁজাসহ ছোইমুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার...

বাংলাদেশ

নওগাঁ প্রতিদনিধি

নওগাঁর মান্দায় উপজেলায় গাঁজাসহ ছোইমুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মসিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ছোইমুদ্দিন রাজশাহীর তানো উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মেজর মো. নাজমুস শাকি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মান্দার মসিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। গ্রামের আতাউর রহমান নামের এক ব্যক্তির বাড়ির সামনে ফাঁকা জায়গায় র‍্যাব সদস্যরা পৌঁছামাত্র একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ পালানোর চেষ্টা করে ছোইমুদ্দিন।

এসময় তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, ছোইমুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181452/নওগাঁয়-গাঁজাসহ-মাদক-ব্যবসায়ী-গ্রেপ্তার