-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
রায়পুরে বিনা ভোটে ৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

রায়পুরে বিনা ভোটে ৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

রায়পুরে বিনা ভোটে ৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩টি ইউনিয়নে বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত তাঁরা ৩ জনই একক প্রার্থী ছিল। এতে রায়পুরের ১০ টির মধ্যে ৭ টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন হবে। 

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের সফিক পাঠান, ১০ নম্বর রায়পুর ইউনিয়নে সফিউল আজম সুমন চৌধুরী ও ২ নম্বর উত্তর চরবংশীতে আবুল হোসেন হাওলাদার। তারা সবাই বর্তমান চেয়ারম্যানও।

দলীয় সূত্র জানায়, সফিক পাঠান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, আবুল হোসেন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সুমন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক। 

প্রসঙ্গত, তৃতীয় ধাপে লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর-রামগঞ্জের ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। যেসব ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন, সেখানে সদস্য পদে নির্বাচন হবে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181199/রায়পুরে-বিনা-ভোটে-৩-ইউপি-চেয়ারম্যান-নির্বাচিত