রায়পুরে বিনা ভোটে ৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত
রায়পুরে বিনা ভোটে ৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত
বাংলাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধিতৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩টি ইউনিয়নে বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত তাঁরা ৩ জনই একক প্রার্থী ছিল। এতে রায়পুরের ১০ টির মধ্যে ৭ টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন হবে।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের সফিক পাঠান, ১০ নম্বর রায়পুর ইউনিয়নে সফিউল আজম সুমন চৌধুরী ও ২ নম্বর উত্তর চরবংশীতে আবুল হোসেন হাওলাদার। তারা সবাই বর্তমান চেয়ারম্যানও।
দলীয় সূত্র জানায়, সফিক পাঠান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, আবুল হোসেন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সুমন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর-রামগঞ্জের ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। যেসব ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন, সেখানে সদস্য পদে নির্বাচন হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181199/রায়পুরে-বিনা-ভোটে-৩-ইউপি-চেয়ারম্যান-নির্বাচিত