ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে যাত্রী কল্যাণ সমিতির ৪ প্রস্তাব

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে যাত্রী কল্যাণ সমিতির ৪ প্রস্তাব

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে যাত্রী কল্যাণ সমিতির ৪ প্রস্তাব

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোয় রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এসব নৈরাজ্য বন্ধে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চারটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেওয়া এক চিঠিতে যাত্রী কল্যাণ সমিতি এ প্রস্তাব পাঠায়। 

প্রস্তাবগুলো হলো- দেশে অযৌক্তিকভাবে বাড়ানো গণপরিবহন ভাড়া বাতিল করে ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা, আগামী ১ সপ্তাহের মধ্যে দেশে সব ধরনের যানবাহনের সামনে সেটি কোন ধরনের জ্বালানি তা উল্লেখ করে স্টিকার লাগানো, রাজধানীর বাসগুলোতে ওয়েবিল পদ্ধতি বাতিল করা, গণপরিবহনে টাকা তুলতে মালিকদের চাপানো দৈনিক টার্গেট বাতিল করা।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পক্ষ থেকে পাঠানো চিঠিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং দূরপাল্লার বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার সরেজমিন চিত্র তুলে ধরে সমিতি।

চিঠিতে সমিতি বলেছে, ডিজেলচালিত বাস-মিনিবাসে ভাড়া বাড়ার কথা থাকলেও সিএনজি, পেট্রল ও অকটেনচালিত সব ধরনের বাস-মিনিবাস, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও মোটরসাইকেলে যাতায়াতে ভাড়া বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং শহরতলিতে চলাচল করা গণপরিবহনে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে। 

সমিতি অভিযোগ করে, গণপরিবহনে ভাড়ানৈরাজ্য পর্যবেক্ষণে সংগঠনটির উপকমিটির সদস্যরা ঢাকা, চট্টগ্রামের কয়েকটি বাস রুট ও দূরপাল্লার কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের চিত্র দেখতে পেয়েছেন। যেমন, গুলিস্তান থেকে শাহবাগের দূরত্ব সাড়ে ৩ কিলোমিটার। এ পথে আগে যেসব বাসে ১০-২৫ টাকা ভাড়া আদায় করা হতো, এখন ১৫-৩৫ টাকা আদায় করা হচ্ছে। অথচ এ পথে সরকারনির্ধারিত ভাড়া ১০ টাকা।

চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি বাস রুটে বেশি ভাড়া আদায়ের চিত্র তুলে ধরে চিঠিতে বলা হয়, এ মহানগরীর শাহ আমানত সেতু থেকে পটিয়া ২০ কিলোমিটার পথে ৩৫ টাকা ভাড়ার জায়গায় আগে ৬০ টাকা নেওয়া হতো। এখন ৮০ থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে।

সমিতি বলছে, বাস-মিনিবাসের ভাড়া বাড়ার সঙ্গে দেশব্যাপী লেগুনা, হিউম্যান হলার, নছিমন-করিমন, অটো-টেম্পো, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ সব ধরনের যানবাহনের ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। এসব বাহনের ৯৮ শতাংশ সিএনজিচালিত হলেও বাসভাড়া বৃদ্ধির অজুহাতে তারা অন্যায়ভাবে ভাড়া বাড়িয়েছে। এ পরিস্থিতিতে যাত্রী সাধারণ চরম অসহায় হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সমিতি।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181198/সড়ক-পরিবহন-ও-সেতুমন্ত্রীকে-যাত্রী-কল্যাণ-সমিতির-৪-প্রস্তাব