সাতক্ষীরার ১৭ ইউপির ১১টিতেই আওয়ামী লীগের হার

সাতক্ষীরার ১৭ ইউপির ১১টিতেই আওয়ামী লীগের হার

সাতক্ষীরার ১৭ ইউপির ১১টিতেই আওয়ামী লীগের হার

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন।

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন।

রোববার জেলার ১৭টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। 

বেসরকারি ফলাফলে- সাতক্ষীরার ১৭টি ইউপিতে আওয়ামী লীগ ৬, বিদ্রোহী ৪, বিএনপি ৪, স্বতন্ত্র ২ ও জাপা ১টিতে জয় পেয়েছে।

আরও পড়ুন- হিজড়া প্রার্থী ঋতুর কাছে নৌকার ভরাডুবি 

ভোট বর্জন করলেন নৌকার প্রার্থী

নির্বাচিতরা হলেন- কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে গোবিন্দ চন্দ্র মন্ডল (আওয়ামী লীগ), বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির মোঃ জাহাঙ্গির আলম (বিএনপি),  কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে সাফিয়া পারভিন (জাপা), তারালিত ইউনিয়নে এনামুল ইসলাম ছোট (আওয়ামী লীগ), মথুরেশপুর ইউনিয়নে বিদ্রোহী আবদুল হাকিম (বিদ্রোহী), চাম্পাফুল ইউনিয়নে মোজাম্মেল হক গাইন (আওয়ামী লীগ), ভাড়াশিমলা ইউনিয়নে নাজমুল হাসান(বিদ্রোহী), ধলবাড়িয়ায় ইউনিয়নে গাজী শওকত হোসেন (বিদ্রোহী), কুশলিয়ায় ইউনিয়নে আবুল কাসেম মোঃ সুমন (আওয়ামী লীগ), মৌতলায় ইউনিয়নে মোঃ ফেরদৌস মোড়ল (স্বতন্ত্র), রতনপুর ইউনিয়নে আলিম আল রাজী (আওয়ামী লীগ), নলতা ইউনিয়নে আজিজুর রহমান (বিএনপি)। 

অপরদিকে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন- কুলিয়া ইউনিয়নে মোঃ আসাদুল হক (বিদ্রোহী), পারুলিয়ায় গোলাম ফারুক বাবু (বিএনপি), দেবহাটায় ইউনিয়নে মোঃ আব্দুল মতিন(বিএনপি), সখিপুরে সাইফুল ইসলাম (স্বতন্ত্র), নওয়াপাড়া ইউনিয়নে আলমগীর হোসেন সাহেব আলী (আওয়ামী লীগ)।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183177/সাতক্ষীরার-১৭-ইউপির-১১টিতেই-আওয়ামী-লীগের-হার