মুন্সীগঞ্জে নির্বাচনপরবর্তী সহিংসতায় প্রাণ গেল ২ জনের

মুন্সীগঞ্জে নির্বাচনপরবর্তী সহিংসতায় প্রাণ গেল ২ জনের

মুন্সীগঞ্জে নির্বাচনপরবর্তী সহিংসতায় প্রাণ গেল ২ জনের

মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ও পঞ্চসার ইউনিয়নে নির্বাচনপরবর্তী পৃথক দুইটি সহিংসতার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ও পঞ্চসার ইউনিয়নে নির্বাচনপরবর্তী পৃথক দুইটি সহিংসতার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ঘিরে এসব সহিংসতার ঘটনা ঘটে। 

নিহত দুইজন হলেন- বাংলাবাজার ইউনিয়নে শাকিল মোল্লা (২৭)। তিনি শরীয়তপুরের সখিপুর কাঁচিকাটা এলাকার হারুন মোল্লার ছেলে। এছাড়া পঞ্চসার ইউনিয়নে মো. রিয়াজুল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রিয়াজুল মুক্তারপুর গোসাইবাগ এলাকার প্রয়াত আলতাব উদ্দিনের ছেলে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত রিয়াজুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, বাংলাবাজার ইউনিয়নে দুই নারী মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, পঞ্চসার ইউনিয়নে নিহত ব্যক্তির পরিবারের দাবি আমলে নেয়া হয়েছে।  তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183176/মুন্সীগঞ্জে-নির্বাচনপরবর্তী-সহিংসতায়-প্রাণ-গেল-২-জনের