নাটোরে ৭ আ'লীগ, ৪ বিদ্রোহী, স্বতন্ত্র ১ চেয়ারম্যান নির্বাচিত

নাটোরে ৭ আ'লীগ, ৪ বিদ্রোহী, স্বতন্ত্র ১ চেয়ারম্যান নির্বাচিত

নাটোরে ৭ আ'লীগ, ৪ বিদ্রোহী, স্বতন্ত্র ১ চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশ

নাটোর প্রতিনিধি

দ্বিতীয় ধাপে নাটোরের ১২টি ইউনিয়নের নির্বাচনে ৭টিতে আওয়ামীলীগ, ৪ টিতে বিদ্রোহী এবং ১টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন। 

বড়াইগ্রামের ৫ ইউনিয়নের বিজয়ীরা হলেন চান্দাই ইউনিয়নে আওয়ামীলীগের শাহানাজ পারভিন, গোপালপুর ইউনিয়নে আওয়ামীলীগের সিদ্দিকুর রহমান,বড়াইগ্রামে আওয়ামীলীগের মোমিন আলী, নগর ইউনিয়নে বিদ্রোহী মুস্তফা সামছুজ্জোহা,জোনাইলে আবুল কালাম আজাদ এবং সদর উপজেলার ৭ ইউনিয়নের বিজয়ীরা হলেন তেবারিয়া ইউনিয়নে আওয়ামীলীগের ওমর আলী প্রধান, ছাতনীতে আওয়ামীলীগের তোফাজ্জল হোসেন,হারশপুরে আওয়ামীলীগের ওসমান আলী ভুইয়া, দিঘাপতিয়ায় আওয়ামীলীগের শরীফুল ইসলাম বিদ্যুৎ, লক্ষীপুর খোলাবাড়িয়ায় বিদ্রোহী নুরুজ্জামান কালু, হালসা ইউনিয়নে বিদ্রোহী শফিকুল ইসলাম শফিক ও কাফুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র(বিএনপি) আবুল কালাম আজাদ বিজয়ী হন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181205/নাটোরে-৭-আলীগ-৪-বিদ্রোহী-স্বতন্ত্র-১--চেয়ারম্যান-নির্বাচিত