-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
কুষ্টিয়ায় ৯ ইউপিতে নৌকা, ৫ টিতে বিদ্রোহীর জয়

কুষ্টিয়ায় ৯ ইউপিতে নৌকা, ৫ টিতে বিদ্রোহীর জয়

কুষ্টিয়ায় ৯ ইউপিতে নৌকা, ৫ টিতে বিদ্রোহীর জয়

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটিতে, বিদ্রোহী ৫ টি এবং স্বতন্ত্র ২ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ভোট গণনা শেষে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে মিরপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে বহলবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শহিদুল ইসলাম সাইদুল, বারুইপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়নে একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, কুর্শা ইউনিয়নে আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়নে আকরাম হোসেন, আমবাড়িয়া ইউনিয়নে সাইফুদ্দিন মুকুল নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে তালবাড়িয়া ইউনিয়নে আব্দুল হান্নান, ফুলবাড়িয়া ইউনিয়নে নুরুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়নে কবীর হোসেন বিশ্বাস বিজয়ী হয়েছেন।

এছাড়াও সদরপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম ও পোড়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফারুকুজ্জামান জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ভেড়ামারার উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে বাহাদুরপুর ইউনিয়নে সোহেল রানা পবন, বাহিরচর ইউনিয়নে রওশন আরা, মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

চাঁদগ্রাম ইউনিয়নে আব্দুল হাফিজ তপন জাসদ সমর্থিত মশাল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। জুনিয়াদহ ইউনিয়নে হাসানুজ্জামান হাসান এবং ধরমপুর ইউনিয়নে শামসুল হক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বর্ত:স্ফুর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181204/কুষ্টিয়ায়-৯-ইউপিতে-নৌকা-৫-টিতে-বিদ্রোহীর-জয়