নিউইয়র্ক ট্রাফিক পুলিশে আরও ১২০ বাংলাদেশি

নিউইয়র্ক ট্রাফিক পুলিশে আরও ১২০ বাংলাদেশি

নিউইয়র্ক ট্রাফিক পুলিশে আরও ১২০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেব আরও ১২০ বাংলাদেশি যোগ দিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।

প্রবাস

বাংলা প্রেস, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেব আরও ১২০ বাংলাদেশি যোগ দিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। 

ওই অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট দায়িত্বভার গ্রহণ করেন। অংশ নেওয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি।  এছাড়াও একাডেমিক প্রশিক্ষণে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হয়েছেন একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউইয়র্কের পাঁচটি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী দুই সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় দুই ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি এলুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/180952/নিউইয়র্ক-ট্রাফিক-পুলিশে-আরও-১২০-বাংলাদেশি