সেরা ১০০ গবেষককে স্বীকৃতি দিচ্ছে রাবি

সেরা ১০০ গবেষককে স্বীকৃতি দিচ্ছে রাবি

সেরা ১০০ গবেষককে স্বীকৃতি দিচ্ছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেরা ১০০ জন গবেষককে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেরা ১০০ জন গবেষককে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান জানান, মুজিব শতবর্ষে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং গবেষণায় শিক্ষকদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানা যায়, গবেষকদের মধ্যে ৭০ জন থাকবেন বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে ও বাকি ৩০ জন থাকবেন কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে।

এর আগে গত ২ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় সেরা ১০০ জন গবেষকের তালিকা করতে ৯টি সূচক নির্ধারণ করা হয়। এই ৯টি সূচককে গুরুত্ব দিয়ে সেরা গবেষকদের তালিকা করে কমিটি।

সূচকগুলোর মধ্যে রয়েছে- গবেষণা তত্ত্বাবধানের সংখ্যা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সংখ্যা, কনফারেন্স প্রসিডিংস সংখ্যা, একাডেমিক পুস্তক প্রকাশনা, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ব্যতীত অন্যান্য ফান্ড থেকে মঞ্জুরীকৃত অনুদান, প্রকাশিত জার্নালকে উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সংখ্যা, পেটেন্ট অর্জন, প্রাপ্ত পুরস্কারের সংখ্যা এবং গবেষণার সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180953/সেরা-১০০-গবেষককে-স্বীকৃতি-দিচ্ছে-রাবি