-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বার) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যান। পরে বগুড়া নেয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘাতক বাসটি আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

লাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182038/বাসের-ধাক্কায়-অটোরিকশার-৬-যাত্রী-নিহত