ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
চট্টগ্রামে বাজারগুলোতে বেড়েছে সবজির দাম

চট্টগ্রামে বাজারগুলোতে বেড়েছে সবজির দাম

চট্টগ্রামে বাজারগুলোতে বেড়েছে সবজির দাম

চট্টগ্রাম নগরের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি দাম।

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি দাম। সব রকমের সবজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে মুরগি। অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

শনিবার সকালে নগরের রেয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজির দেউড়ি বাজার ঘুরে তথ্য পাওয়া যায়।

বাজারে প্রতিকেজি শিম ১২০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা,  করলা ৬০ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা,  টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, বরবটি ৮০ টাকা,  গাজর ১৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা,  মিষ্টি কুমড়ার ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, মুলা ৬০ টাকা পেঁপে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতিকেজি  তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টাকা, রুই মাছ ২৫০ থেকে ২৭০ টাকা, কাতল ২৮০ টাকা, লইট্যা ১২০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, ইলিশ মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, রূপচাঁদা ৬০০ টাকা, সিলভার কাপ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৫০ টাকা ও ছাগলের মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজ কেজি ৭০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, হলুদের কেজি ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনির কেজিতে ২ টাকা বেড়ে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মসুর ডাল। প্রতিকেজি মসুর ডাল (মোটা দানা) ৯০ টাকা ও ছোট দানা ১১০ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে বাজারে লিটারপ্রতি ৭ টাকা বাড়তি দরে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় যা আগের সপ্তাহে ছিল ১৫৩ টাকা লিটার। তাছাড়া সপ্তাহখানেক আগে ১৪৮ টাকায় বিক্রি হওয়া খোলা তেল ১৫২ টাকা ও ১৩৮ টাকায় বিক্রি হওয়া খোলা পাম তেল ১৪২ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৭৬০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তাছাড়া আটা ৩৮ ও ময়দা ৫২ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178891/চট্টগ্রামে-বাজারগুলোতে-বেড়েছে-সবজির-দাম