-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
একদিনের ব্যবধানে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

একদিনের ব্যবধানে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

একদিনের ব্যবধানে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন...

আন্তর্জাতিক ডেস্ক

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বাড়লেও মৃত্যু কমেছে। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন। 

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সংখ্যা কমেছে ১৪ হাজার ১৫৮ জন। এবং মৃতের সংখ্যা বেড়েছে ২১২ জন।।

গত একদিনে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৭ হাজার ৭০১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ লাখ ৫২ হাজার ৮৫৬ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ৮ হাজার ১৮৯ জনে। এছাড়াও ভাইরাসটি শুরুর পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪৯ লাখ ৫২ হাজার ৮৫৬ জন।

শুক্রবারও করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ইউক্রেন-ব্রাজিল-মেক্সিকো-যুক্তরাজ্য-তুরস্ক।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/178890/একদিনের-ব্যবধানে-সংক্রমণ-বাড়লেও-কমেছে-মৃত্যু