মনোহরদীতে রাস্তার সামান্য ভাঙ্গনে চলাচল সঙ্কট
মনোহরদীতে রাস্তার সামান্য ভাঙ্গনে চলাচল সঙ্কট
নরসিংদী প্রতিনিধিমনোহরদীর একটি সড়কের ভাঙ্গনে চলাচল সমস্যা প্রকট। তবে এর সমাধান না প্রচুর ব্যয় সাপেক্ষ,না কঠিন। তবু কেউ বা কোন কর্তৃপক্ষের ভূমিকার অভাবে চলাচলকারীদের সীমাহীন ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মনোহরদী উপজেলার খিদিরপুর- মাষ্টারবাড়ী রাস্তার উত্তর মনতলা হাবু খলিফার বাড়ীর মসজিদ সংলগ্ন স্থানে কিছুদিন আগে একটি ছোট ভাঙ্গন তৈরি হয়। এ পাকা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীসহ ছোট ও মাঝারী আকৃতির প্রচুর যানবাহন চলাচল করে থাকে। রাস্তাটির মধ্যখানে সৃষ্ট গভীর গর্তের কারনে এ সমস্যার উদ্ভব হয়। ফলে প্রায়শঃই এখানে ছোট বড়ো দুর্ঘটনা লেগেই থাকে বলে এলাকাবাসীর অভিযোগ।
তাদের দাবী খুব স্বল্প খরচে বা কম বাজেটেই এ সমস্যার সমাধান সম্ভব। তথাপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা কোন কর্তৃপক্ষই দুর্ভোগ নিরসনে এগিয়ে আসছেন না বলে তাদের অভিযোগ। সরেজমিনে গিয়েও এর সত্যতা মেলে।
এ ব্যাপারে খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল জানান,বিষয়টি তিনি জানেন এবং সরেজমিনে দেখেছেন তিনি। এলজিইডি এ ব্যাপারে কিছু না করলে তিনি নিজ উদ্দোগেই পরিষদ থেকে এর সমাধান করবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179539/মনোহরদীতে-রাস্তার-সামান্য-ভাঙ্গনে-চলাচল-সঙ্কট