করোনায় দূতাবাসের সেবা ব্যাহত, হাইকমিশনারের দুঃখ প্রকাশ

করোনায় দূতাবাসের সেবা ব্যাহত, হাইকমিশনারের দুঃখ প্রকাশ

করোনায় দূতাবাসের সেবা ব্যাহত, হাইকমিশনারের দুঃখ প্রকাশ

করোনায় দূতাবাসের পাসপোর্ট ও অন্যান্য সেবা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার...

প্রবাস

প্রবাস ডেস্ক

করোনায় দূতাবাসের পাসপোর্ট ও অন্যান্য সেবা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

রোববার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে দুঃখ প্রকাশ করেন হাইকমিশনার। এসময় মালয়েশিয়া প্রবাসীদের কাছে দ্রুত পাসপোর্ট পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ডিজিটাল সেবার মাধ্যমে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

পাসপোর্ট সেবা ব্যাহত হওয়া কারণ উল্লেখ করে হাইকমিশনার বলেন, বৈশ্বিক করোনা মহামারি, বাংলাদেশে সার্ভার ডাউন ও সম্প্রতি পাসপোর্ট আবেদন বেড়ে যাওয়ার কারণে পাসপোর্ট সেবা দিতে একটু সময় লেগেছে।

‘আমরা যেভাবে প্রবাসী ভাই-বোনদের দ্রুত উন্নত সেবা দিতে চেয়েছি, সেভাবে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের হাতে পাসপোর্টসহ অন্যান্য সেবা পৌঁছে দেওয়া যায়।’

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/177469/করোনায়-দূতাবাসের-সেবা-ব্যাহত-হাইকমিশনারের-দুঃখ-প্রকাশ