ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে বসে থাকায় ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে...

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মো: মিনহাজ নামে (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে বসে থাকায় ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোর নগরীর কাশর এলাকার কাঠমিস্ত্রি মো: রবি মিয়ার ছেলে। সে গোহাইলকান্দী ড্যাফডিল মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

ওসি জানান, ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি কাশর এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে বসে থাকা কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।  

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো: মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিনহাজের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা খবর নিয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিব।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177470/ময়মনসিংহে-ট্রেনের-ধাক্কায়-কিশোরের-মৃত্যু