আজ থেকে ঢাকা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট

আজ থেকে ঢাকা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট

আজ থেকে ঢাকা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট

মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর পর ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...

জার্নাল ডেস্ক

মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর পর ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ রোববার সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কুয়েতের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমানের।

ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০ অক্টোবর থেকে প্রতি রোববার ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে।  

আর কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বিশ্বজুড়ে মহামারি করোনার কারণে দেড় বছর কুয়েতে বিমানের ফ্লাইট বন্ধ ছিল।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/177342/আজ-থেকে-ঢাকা-কুয়েত-রুটে-বিমানের-ফ্লাইট