রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর
রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর
রাবি প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ আগামী ১৭ অক্টোবর খুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু এবং সকল একাডেমিক কার্যক্রম চালু হবে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত এক একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য ও মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুসতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, আগামী ১৭ অক্টোবর হল ও ২০ অক্টোবর সকল একাডেমিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়েছে। সেইসাথে এই শিক্ষাবর্ষের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারি শনাক্ত হবার পর তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/176281/রাবির-আবাসিক-হল-খুলছে-১৭-অক্টোবর