ব্রিটেনে বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর

ব্রিটেনে বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর

ব্রিটেনে বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর

এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন...

জার্নাল ডেস্ক

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার সাত মাসের মাথায় বাংলাদেশিদের টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। সোমবার সকাল ৪টা থেকে দেশটিতে নতুন এ নিয়ম কার্যকর হবে।

শুক্রবার ভোররাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও  যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। 

হাইকমিশন জানিয়েছে, ব্রিটেনের দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা যায়, প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি তাদের ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/177117/ব্রিটেনে-বাংলাদেশিদের-জন্য-বিশাল-সুখবর